spot_img

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

অবশ্যই পরুন

জামালপুরে আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে চাপা পড়ে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় জামালপুর কোর্ট স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃত হাসি বেগম জামালপুর শহরের পাথালিয়া গ্রামের মো. উমির উদ্দিনের স্ত্রী।

হাসি বেগমের স্বজনরা জানান, বুধবার সকালে পারিবারিক কিছু বিষয় নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটি হয় হাসি বেগমের। এরপর বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি। বাড়ি থেকে বের হওয়ার ঘন্টা খানেক পরেই ট্রেনের চাপায় হাসি বেগমের মৃত্যুর খবর পান তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কোর্ট স্টেশনে রেল লাইনের উপর অনেকক্ষণ বসে ছিল হাসি বেগম। বেলা সোয়া ১২টার দিকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাবার সময় ট্রেনটি কাছাকাছি আসলে লাইনের উপর শুয়ে পড়ে হাসি বেগম। তখনই ট্রেনের নিচে চাপা পড়ে কয়েক টুকরো হয়ে যায় হাসি বেগমের দেহ।

জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্ত বা মামলা হবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্বান্ত নেওয়া হয়নি। পরিবারের সাথে কথা বলে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘বলিউডে একতা, সম্মান নেই! তাই পিছিয়ে’: অজয়-অক্ষয়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে? কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনে দুনিয়া? সেই প্রশ্নের উত্তরে হিন্দুস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ