spot_img

নেইমার-ডি মারিয়াদের নিরাপত্তা বাড়াচ্ছে পিএসজি

অবশ্যই পরুন

মাঠে খেলছে দল, এমনই সময়ে খেলোয়াড়ের বাড়িতে ডাকাতি। এমন ঘটনার সংখ্যা দিনে দিনে যেন বেড়েই চলেছে ইউরোপে। এমন ঘটনার সর্বশেষ শিকার হয়েছেন পিএসজি তারকা আনহেল ডি মারিয়া ও মারকিনিয়োস। এ ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার যোগাড়যন্ত্রই করছে পিএসজি কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে সব পিএসজি সদস্যের ঘরে নিরাপত্তা।

এদিকে ডি মারিয়া আর মারকিনিয়োসের বাবার বাড়িতে ডাকাতির ঘটনার তদন্ত চলছে। নঁতেরের প্রসিকিউটর অফিসের সেক্রেটারি জেনারেল মরিওঁ শলো অ্যাসোসিয়েটেড প্রেসকে সোমবার জানিয়েছেন, সশস্ত্র ডাকাতি ও বড় ধরণের এই চুরির ঘটনাটি সামলানোর জন্য বিশেষ পুলিশ ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মাউরো ইকার্দি ও সার্জিও রিকোর ঘরেও ম্যাচ চলাকালে ডাকাতির ঘটনা ঘটেছে। সেটির তদন্তও বিশেষ পুলিশ ইউনিটটিই করছে। শলো জানিয়েছেন, ডাকাত দলটি গত সোমবার প্যারিসে ডি মারিয়ার বাসায় লোকচক্ষু ফাঁকি দিয়েই ঢুকে পড়ে। স্থানীয় গণমাধ্যম লেকিপ জানাচ্ছে, ডি মারিয়ার লকার থেকে পাঁচ লক্ষ ইউরো সমমূল্যের ঘড়ি ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে ডাকাতদলটি। যদিও পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি।

একই সময়ে পিএসজি অধিনায়ক মারকিনিয়োসের বাবার বাসাতেও ডাকাতের হামলা হয়। এরপরই ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের ইনস্টাগ্রামে এক পোস্টে এ বিষয়ে বিবৃতিতে জানানো হয়। লেকিপ জানাচ্ছে, সে ঘর থেকে দুই হাজার ইউরো সমমূল্যের সম্পদ হাতিয়ে নিয়েছে ডাকাতদল, এর পুরো সময়টাতেই আটকে রাখা হয় পিএসজি অধিনায়কের বাবাকে। পত্রিকাটি আরও জানাচ্ছে, তার বাবা ছাড়াও আরও দুই কিশোর উপস্থিত ছিলেন সে ঘরে, আটকে রাখা হয় তাদেরও।

শুধু তাই নয়, তিনজনকে মুখে ও বুকে বেশ কয়েকবার আঘাতও করা হয়েছে বলে বার্তাসংস্থা এপি কে জানায় ভার্সাইয়ের প্রসিকিউটর অফিস। আরও জানানো হয়, দুটো ডাকাতির ঘটনার যোগসাজশ আছে কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে। তাদেরই বরাত ধরে স্থানীয় গণমাধ্যম ল্য প্যারিসিয়ান জানাচ্ছে, ডাকাতদল মারকিনিয়োসের নিজের বাড়ি ভেবে তার বাবার বাসায় ঢুকে পড়ে।

গত সোমবার রাতে নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। এর ফলে ম্যাচের ৬২ মিনিটেই ডী মারিয়াকে তুলে নেন কোচ মরিসিও পচেত্তিনো। তিনি নিজেও ডি মারিয়াকে সঙ্গ দিতে ডাগআউট ছেড়ে চলে যান ড্রেসিংরুম পর্যন্ত। তবে আর্জেন্টাইন তারকার বাসায় ডাকাতির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন তিনি, তখনো তার বাসায় ডাকাতির চেষ্টা করা হয়। তবে তারা বাসায় ঢোকার আগেই বাড়ির অ্যালার্ম বেজে যায়, ফলে সে যাত্রায় রক্ষা পান ডি মারিয়া।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ