spot_img

মাঠে নয় নেইমার খেলেন মোবাইলে

অবশ্যই পরুন

ক্যারিয়ারের বড় একটি সময় ইনজুরি কেড়ে নিয়েছে নেইমার জুনিয়রের। ফুটবল অঙ্গনে যতটুকু মেলে ধরার কথা ততটুকু পারেননি প্যারিস সেন্ট জার্মেইয়ের এই স্ট্রাইকার। ইনজুরিকালীন সময়টা টেলিভিশন, মোবাইল গেমস ও পার্টিতে মজে থাকেন নেইমার। এটি তার ক্যারিয়ারে আরো নেতিবাচক প্রভাব ফেলছে বল মনে করছে ফরাসি সংবাদমাধ্যম লা’কিপ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লিগ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমারের। কিন্তু ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা তো দূরের কথা, এমনকি পিএসজির স্কোয়াডেও নাম আসেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

বার্সেলোনার বিপক্ষে ওই ম্যাচে মাঠে নামার আগে নাকি সর্বোচ্চ চেষ্টা করেছেন নেইমার। কিন্তু সঠিক সময়ে প্রস্তুত ছিলেন না তিনি। আর তাতেই তার মাঠের বাইরের কার্যকলাপ ফের আলোচনায় চলে এসেছে।

লা’কিপ-এর মতে, নেইমারের বাঁধনহারা জীবনযাত্রাই তার ঘন ঘন চোটে পড়ার পেছনে অন্যতম কারণ। বিশেষ করে তার রাত জেগে পার্টি করা, একটানা ভিডিও গেম খেলা ও টেলিভিশন দেখার মতো বিষয়গুলোকে তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।

সম্প্রতি বিশ্বখ্যাত রিয়্যালিটি শো ‘বিগ ব্রাদার’ এর ব্রাজিলিয়ান সংস্করণ নিয়ে একটু টুইট করেন নেইমার। টুইট করা পর্যন্ত ঠিকই আছে, কিন্তু সময়টা যে রাত ৩-৫৩ মিনিট। রাতবিরেতে এভাবে টেলিভিশন দেখা যে তার মতো বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের মোটেই উচিত নয় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লা’কিপ।

এক জনসংযোগ কর্মকর্তা সেবাস্তিয়েন বেলেনকন্ত্রের বরাত দিয়ে লা’কিপ লিখেছে, ‘সে এমন এক খেলোয়াড় যার দাম রীতিমত আকাশছোঁয়া। অথচ সে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যেমন চ্যাম্পিয়নস লিগের সময় ইনজুরিতে পড়ে। এই সময়ে টুইট করা নিশ্চিতভাবেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। ’

নেইমার নিয়মিত ভিডিও গেমও খেলেন। এমনকি কায়েনের বিপক্ষে ইনজুরিতে পড়ার কয়েক ঘণ্টা পরও নাকি তিনি ‘কাউন্টার স্ট্রাইক’ গেম খেলেছেন।

তবে দলের সেরা তারকার পক্ষে মুখ খুলেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তার জীবনযাত্রা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু সত্যি বলতে, দলের প্রতি নেইমারের নিবেদন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সে পুরোপুরি মনোযোগী।’

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের নয়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

যুক্তরাষ্ট্রে অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ট্রেজারি সেক্রেটারি হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ