বিশ্ব বক্সিংয়ে নেমে এসেছে শোকের ছায়া । শনিবার রাতে সর্বকালের অন্যতম সেরা মারভেলাস মারভিন হাগলের ৬৬ বছর বয়সে মারা যান। ধারণা করা হচ্ছে, করেনাভাইরাসের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। এমনটি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
শনিবার নিজ বাসভবন নিউ হ্যাম্পশায়ারের কাছে বার্টলেটে ৬৬ বছর বয়সে মারা গেছেন তিনি। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তার স্ত্রী কেয় জি হাগলার। মারভিনের মৃত্যু সংবাদ দেওয়ার পাশাপাশি এই দুঃসময়ে হাগলার পরিবারের প্রাইভেসি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আল জাজিরা
মারভিন ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মিডলওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। ক্যারিয়ারের পুরোটা সময়ই তিনি ছিলেন বিতর্কের উর্ধ্বে। ১৯৭৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বক্সিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন হাগলার। তার সময়কালে বক্সিংয়ে যুক্তরাষ্ট্রকে একটি স্বর্ণযুগ উপহার দিয়েছেন মারভিন। ১৪ বছরের ক্যারিয়ারে ৬৭ টি বক্সিংয়ে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে ৬২টি ম্যাচে জয় ছিনিয়ে এনেছেন। মারভিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীসহ অনেকে। বিবিসি
কিংবদন্তি এই বক্সারের মৃত্যুর আগে তারই এক সময়ের প্রতিদ্বন্দ্বী টমাস হেরানস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, একজন সত্যিকারের যোদ্ধা, তার ও তার পরিবারের জন্য প্রার্থনা। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় সে এখন আইসিইউতে লড়ছেন! সে সুস্থ হয়ে উঠবেন। তবে আমাদের তার সুস্থতার জন্য প্রর্থনা করতে হবে।
পরে হাগলেরের মৃত্যুর পর হেরানস আবারও লিখেন, আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার মারভিন ও তার পরিবারের জন্য শান্তি কামনা করছি।
১৪ বছরের পেশাদারি ক্যারিয়ারে হাগলের ৬৭বার রিংয়ে নেমেছেন। যেখানে ৬২বারই চ্যাম্পিয়ন হয়েছেন। এরমধ্যে ৫২বার জিতেছেন নকআউটে। ড্র করেছেন দুটি ম্যাচে এবং হেরেছেন তিনটিতে।
সূত্র : সিএনএন, আল জাজিরা