spot_img

হঠাৎ অসুস্থ নায়ক ফারুক, আছেন আইসিইউতে

অবশ্যই পরুন

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ারে ইউনিট) চিকিৎসাধীন তিনি। শনিবার সকালে তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা।

রুম্পা জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।

ফারুকে সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ বলে জানান রুম্পা। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, নায়ক ফারুক ও তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে করোনা থেকে সুস্থ হলেও তার শরীরে নানা রকম সমস্যা থাকায় তাকে চেকআপের জন্য সিঙ্গাপুর নেয়া হয়।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফরুক।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ