spot_img

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন প্রেসিডেন্ট ত্বহা ইয়াছিন রমাদান

অবশ্যই পরুন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর আঞ্চলিক অধ্যায় জেসিআই ঢাকা ওয়েস্টের (পশ্চিম) ২০২১ সালের প্রথম সাধারণ সভা (জিএমএম) ও চেইন হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) ঢাকার একটি রেস্টুরেন্টে জেসিআই ঢাকা ওয়েস্টের সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে জেসিআই ঢাকা ওয়েস্টের সাবেক লোকাল প্রেসিডেন্ট বর্তমান লোকাল প্রেসিডেন্ট কাছে চেইন হস্তান্তর করেন। ২০২১ সালে জেসিআই এর এই সর্ববৃহৎ লোকাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করবেন ত্বহা ইয়াছিন রমাদান।

স্বেচ্ছাসেবী সংগঠনটির লোকাল চ্যাপ্টার থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও তারা সফলভাবে সদস্যদের নিয়ে সাধারণ সভা সম্পন্ন করেছে। এই আয়োজনের মাধ্যমে মূলত চলতি বছরের নানা কর্মকাণ্ড ও বাজেট পর্যালোচনা করা হয়েছে। এছাড়া লোকাল কমেটি তাদের বছরের কর্ম পরিকল্পনা পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট ত্বহা ইয়াছিন রমাদান, সাবেক লোকাল প্রেসিডেন্ট সৈয়দ মুসায়েব আলম, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, সেক্রেটারি জেনারেল সৈয়দা নিশাত নায়লা, চ্যাপ্টার মেন্টর মাহামুদ উন নবী, জেসিআই বাংলাদেশের পাব্লিকেশন কমিটি চেয়ার মেহেদী হোসেন, জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল সাফি ও লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে, যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ