spot_img

মুরসির বিজয় নিয়ে সৌদি দূতের দাবি মিসরের প্রত্যাখ্যান

অবশ্যই পরুন

মিসরে ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সাবেক গোয়েন্দা কর্মকর্তা তামের আল-শাহায়ি ওই নির্বাচনে জালিয়াতি করে ড. মোহাম্মদ মুরসিকে বিজয়ী ঘোষণা করায় দেশটিতে সাবেক সৌদি রাষ্ট্রদূতের দাবিকে অস্বীকার করেছেন।

এর আগে মিসরে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত আহমদ কাত্তান এক টিভি সাক্ষাতকারে দাবি করেন, ২০১২ সালের ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের চাপে ফলাফল পাল্টে মোহাম্মদ মুরসিকে জয়ী ঘোষণা করা হয়।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আল-শাহায়ি বলেন, ‘কিছুদিন আগে, আমাদের বন্ধু মিসরে সাবেক সৌদি রাষ্ট্রদূত আহমদ কাত্তান এক টিভি অনুষ্ঠানে দাবি করেছেন, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শফিক জয়ী হয়েছিলেন… আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লেফটেন্যান্ট জেনারেল শফিকের বিজয়ের যত তথ্য বা খবর রয়েছে, তা সম্পূর্ণভাবে অসত্য।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি ইতিহাসের সাক্ষ্য এখানে লিখছি, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমার দায়িত্ব পালনের সমকালীন বাস্তবতায় এটিই সঠিক ফলাফল এবং নির্বাচনের প্রক্রিয়ায় মিলিটারি কাউন্সিল নিকট বা দূরতম কোনো হস্তক্ষেপ করেনি। নির্বাচনের ফলাফল স্বচ্ছতার সাথেই ঘোষণা করা হয়েছে।’

এর আগে ২ মার্চ সৌদি টিভি চ্যানেল রোটানা খালিজিয়াতে এক সাক্ষাতকারে আহমদ কাত্তান দাবি করেন, ২০১২ সালে মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমদ শফিক জয়ী হয়েছিলেন। কিন্তু কায়রোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যান পাটেরসনের চাপে মিলিটারি কাউন্সিল নির্বাচনের ফলাফল পাল্টে মোহাম্মদ মুরসিকে জয়ী ঘোষণা করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ