spot_img

কোলের শিশুকে কুপিয়ে হত্যা, মা‌য়ের যাবজ্জীবন

অবশ্যই পরুন

কি‌শোরগ‌ঞ্জে  কান্না করার অপরা‌ধে ১৫ মা‌সের কো‌লের শিশুপুত্র‌কে কু‌পি‌য়ে হত্যার দা‌য়ে মা ছালমা বেগম‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। এছাড়াও তা‌কে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

‌সোমবার (৮ মার্চ) বি‌কে‌লে আসামির উপস্থিতিতে এ রায় দেন কি‌শোরগ‌ঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মোহাম্মদ আবদুর র‌হিম।

দণ্ডপ্রাপ্ত আসা‌মি মোছা. ছালমা বেগম (৩৫) জেলার ক‌রিমগঞ্জ উপ‌জেলার গুজা‌দিয়া ইউ‌নিয়‌নের টামনী আকন্দপাড়া গ্রা‌মের আবুল কালা‌মের স্ত্রী।

মামলার বিবর‌ণে জানা গে‌ছে, ছালমা তার দুই শিশু সন্তান‌কে নি‌য়ে স্বামীর বা‌ড়ি থে‌কে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মা‌রিয়া ইউ‌নিয়‌নের প্যারাভাঙ্গা গ্রা‌মে বাবা আসাদ মিয়ার বা‌ড়ি‌তে বেড়া‌তে যান। ২০১৬ সা‌লের ৫ মার্চ সকাল পৌ‌নে ১১টার দি‌কে বাবার বা‌ড়ি‌তে থাকার সময় ছালমার কো‌লের শিশু মাহা‌থি মোহাম্মদ কান্না করছিল। এসময় ছালমা ক্ষুব্ধ হ‌য়ে ১৫ মা‌সের শিশু মাহা‌থি মোহাম্মদ‌কে স‌বজি কাটার দা দি‌য়ে কু‌পি‌য়ে হত্যা ক‌রে।

এ ঘটনায় শিশু‌টির বাবা বাদী হ‌য়ে ওই‌দিন কি‌শোরগঞ্জ সদর ম‌ডেল থানায় ছালমা বেগম‌কে আসা‌মি ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

তদন্ত শে‌ষে একই বছ‌রের ২৪ সে‌প্টেম্বর আদাল‌তে অভি‌যোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হো‌সেন মোল্লা।

২০১৭ সা‌লের ২৭ ফেব্রুয়া‌রি তার বিরু‌দ্ধে আদাল‌তে চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানির পর এ রায় দেন আদালত।

রাষ্ট্রপ‌ক্ষে অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান ও আসা‌মিপ‌ক্ষে এড. মাজহারুল ইসলাম বাচ্চু মামলা প‌রিচালনা ক‌রেন।

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ