রাজধানীতে একুশে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র‌্যাবের এক অভিযানে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে ।

তাদের পক্ষ থেকে সোমবার সকালে এক সংক্ষিপ্ত বার্তায় খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে আসামি ও গ্রেপ্তারের বিস্তারিত জানানো হয়নি।

কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে র‌্যাবের মহাপরিচালক বিস্তারিত জানাবেন বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং দলের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে যান। তবে নিহত হন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমানসহ ২৪ জন।

সর্বশেষ সংবাদ

মাত্র ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়ে গেছে আইভরি কোস্ট। আন্তর্জাতিক তো বটেই,...

এই বিভাগের অন্যান্য সংবাদ