spot_img

ইসরায়েলে ৩৪০ ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

অবশ্যই পরুন

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে তেল আবিবের আশপাশে, বিমান হামলা হয়েছে। এসময় লেবানন থেকে মোট ৩৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ইসরায়েলের আগের দিন বৈরুতের কেন্দ্রে চালানো হামলার পরপরই ঘটে এই হামলার ঘটনা। ইসরায়েলের ওই হামলায় অন্তত ২৯ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলাকে যুদ্ধবিরতি প্রচেষ্টার বিরুদ্ধে রক্তাক্ত বার্তা বলে আখ্যা দিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে সীমিত ক্রস-বর্ডার হামলার পর, ইসরায়েল চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা তীব্র করেছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল গাজায় হামলা বন্ধ করলে তারা আক্রমণ থামাবে। গত অক্টোবরে ইসরায়েল গাজায় হামলা শুরু করলে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ।

উল্লেখ্য, ইসরায়েলের হামলায় লেবাননে ৩,৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে ৯০ জন সেনা ও প্রায় ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তরের অঞ্চলগুলো থেকে ৬০ হাজারেরও বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ