জিততেই ভুলে গেছে লিভারপুল! অ্যানফিল্ড কিছুদিন আগেও দুর্গ ছিল জার্গেন ক্লপের দলের। লিগে টানা এক হাজার ৩৬৯ দিন নিজেদের মাঠে অপরাজিত ছিল তারা।
সেই লিভারপুল কিনা টানা চার ম্যাচ হারল অ্যানফিল্ডে। সর্বশেষ ১৯২৩ সালে লিগে টানা চার ম্যাচ নিজেদের মাঠে হেরেছিল ঐতিহ্যবাহী দলটি। ৯৮ বছর আগের দুঃস্মৃতি ফেরানো অলরেডরা ২৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে পড়েছে ১৬ পয়েন্ট।
এদিকে লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ । পরশু নিজেদের মাঠে অপ্রত্যাশিতভাবে অ্যাতলেতিকো ২-০ গোলে হেরেছে লেভান্তের কাছে। আর সেরা দলের বেশির ভাগকে ছাড়া খেলতে নামা রিয়াল ১-০ গোলের কষ্টের জয় পায় ভায়াদোলিদের সঙ্গে। ৬৫ মিনিটে একমাত্র গোলটি কাসেমিরোর। রিয়ালের মত সুযোগটা নিতে পারেনি বার্সেলোনা।
গতকাল পুরো ম্যাচ দাপটে খেলেও কাতালানরা ১-১ গোলে ড্র করে কাদিজের সঙ্গে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ লিওনেল মেসির। ম্যাচ শেষের ১ মিনিট আগে পেনাল্টি থেকেই সমতা ফেরান অ্যালেক্স। ২৩ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো। ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫২ আর ২৩ ম্যাচে বার্সার ৪৭। এ ছাড়া বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে ফ্রাংকফুর্ট। আর্লিং হালান্ডের জোড়া গোলে ডর্টমুন্ড ৪-০ গোলে হারায় শালকেকে।
মার্সিসাইড ডার্বিতে সর্বশেষ ২৩ ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল। সেই দাপটের শেষ হলো পরশু। হামেস রোদ্রিগেসের পাস ধরে তৃতীয় মিনিটেই চমৎকার প্লেসিং শটে এভারটনকে এগিয়ে দেন রিচার্লিসন। ১৯৯৯ সালের পর একই শহরের দুই ক্লাবের ম্যাচে প্রথম গোল এভারটনের। ৮৩ মিনিটে গিলফি সিগুর্ডসন ব্যবধান দ্বিগুণ করেন বিতর্কিত পেনাল্টিতে। তাই নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।