পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির অযোগ্য সরকারি কর্মকর্তাদেরকে শোকজ নোটিশ এবং সতর্কবার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন। এ সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে কর্মে অবহেলা এবং জনসাধারণের অভিযোগের ব্যাপারে গুরুত্ব না দেয়ার গুরুতর অনিয়ম দেখতে পেয়েছেন ইমরান খান।
আজ (রোববার) পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে ইমরান খান সরকারি কর্মকর্তাদের অযোগ্যতার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, পাঞ্জাবের মুখ্য সচিব ১,৫৮৬ জন কর্মকর্তার ওপর নিরীক্ষণ চালিয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। ওই রিপোর্ট অনুসারে, ২৬৩ জন কর্মকর্তাকে সতর্কবার্তা দেয়া হয়েছে এবং সাতজনকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।
প্রায় ৮৩৩ জন কর্মকর্তাকে ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে ওই রিপোর্টে ৪০৩ জন কর্মকর্তার কর্মতৎপরতার প্রশংসা করা হয়েছে।