spot_img

ভারতে হিমবাহ ধস : মৃতের সংখ্যা বেড়ে ৪৩

অবশ্যই পরুন

হিমালয়ের প্রান্তে ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। রোববার বন্যায় মৃত আরো পাঁচজনের লাশ উদ্ধারের পর নতুন করে মৃতের সংখ্যা বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, রোববার সকালে তপোবনের টানেল থেকে এই পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

সরকারিভাবে বলা হচ্ছে, এখনো অন্তত আরো এক শ’ ৬০ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদুরিয়া বলেন, তপোবন সুড়ঙ্গেই আরো ২০ থেকে ৩০ জন আটকে থাকতে পারেন। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা সামান্য।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে হিমবাহ ধসে প্রচণ্ড বন্যার সৃষ্টি হয়। এতে ওই স্থানে দুইটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং জলবিদ্যুতের বাধের শক্তি নিয়ে বিধ্বংসী গতিতে ভাটির বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে।

সূত্র : ইন্ডিয়া টুডে

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ