spot_img

সালমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে দায়ের অস্ত্র লাইসেন্স সংক্রান্ত মামলা খারিজ করল যোধপুর আদালত। অভিনেতা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও অস্ত্র সঙ্গে রেখেছিলেন এবং তা দিয়েই শিকার করেন বলে অভিযোগ উঠেছিল। সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন এবং তা দিয়েই শিকার করেন। গতকাল মামলার শুনানিতে ভিডিও লিঙ্কের মাধ্য়মে যোগ দেন ভাইজান। বিচারক রাঘবেন্দ্র কাঁচওয়াল তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল করে দেন।
আর এরপর সালমান তার টুইটে বলেন, ‘কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য ভক্তদের অজস্র ধন্যবাদ। আপনারা নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল।’
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার আদালতের রায়ে জয়ী হলেন সলমন। এর আগে সিজেএম আদালতও এই মামলায় সলমনকে ক্লিনশিট দিয়েছিল।

সর্বশেষ সংবাদ

সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া!

ইউক্রেন যুদ্ধে মস্কোর সমর্থনে সেনাবাহিনী মোতায়েনের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে সিউলের নিরাপত্তা উপদেষ্টা দাবি করেছেন। যুক্তরাষ্ট্র এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ