নভেল করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে ‘প্রস্তাবিত সব বিষয়’ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
সংস্থার তদন্তকারী দল চীনে কয়েক দিন কাটানোর পর এমন মন্তব্য করলেন গেব্রিয়েসুস।
এর আগে বিজ্ঞানীরা জানান, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর কোনো সম্ভাবনা নেই।
চীনে করোনার উৎস খুঁজতে যাওয়া দলটির প্রধানকে পাশে রেখে শুক্রবার গেব্রিয়েসুস বলেন, ‘খুব কঠিন পরিস্থিতিতে আমাদের দল খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছে।’
চীনের ল্যাবের বিষয়ে তিনি বলেন, ‘কিছু বিষয় বাদ দেয়া হয়েছে কি না এমন প্রশ্ন উঠেছে। কয়েক জন তদন্তকারীর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে সব বিষয়ই আলোচনার টেবিলে আছে।’
গত বছর উহানের একটি সি ফুড সেন্টারে প্রথম করোনাভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল। বছরের শুরুতে মার্কেটটি বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে সাধারণের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা প্রহরীরা এখনো সারাক্ষণই মার্কেটটিকে ঘিরে রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সম্প্রতি সেখানে ঘুরে এসেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কভিড-১৯ রোগীরা এখান থেকে শনাক্ত হওয়ায় করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের এ বাজারটির ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।