spot_img

বাহরাইনে মসজিদভিত্তিক সব অনুষ্ঠান স্থগিত

অবশ্যই পরুন

আগামী দুই সপ্তাহের জন্য মসজিদভিত্তিক সব ধরনের অনুষ্ঠান ও জনসমাগম স্থগিত করেছে বাহরাইন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের জুমা নামাজে সীমিত সংখ্যক লোক উপস্থিত থাকবেন। এছাড়া আহমদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে অনলাইনে জুমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে।

করোনা বিষয়ক জাতীয় চিকিৎসা বিশেষজ্ঞদের নির্দেশনায় বাহরাইনের জাস্টিস, ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড অ্যান্ডোম্যান্টস বিষয়ক মন্ত্রণালয় দুই সপ্তাহের জন্য দেশটির মসজিদগুলো সাময়িক বন্ধ ঘোষণা করে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) করোনা সংক্রমনরোধে সৌদি আরব ১০টি মসজিদ সাময়িক বন্ধ করে।

বাহরাইনের এখন পর্যন্ত ১০ লাখ ৮৮ হাজার সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০ লাখ ২২ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন এবং ৩৮৭ জন মারা যান।

সূত্র : খালিজ টাইমস

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ