spot_img

খুলনায় ১৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অবশ্যই পরুন

খুলনায় ১৬শ পিস ইয়াবাসহ কাজী জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে খুলনা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে খুলনা মেট্রো পলিটন পুলিশের অতি-উপপুলিশ কমিশনার (সিটি এসবি) মো. জাহাঙ্গীর আলম, বিপিএম।

আটক কাজী জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল টুটপাড়া সাউথ সেন্ট্রাল রোডের সয়ৈদ টাওয়ারের মালিক আতিকুর রহমানের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া ও সোনাডাঙ্গা থানাধীন হাজী ইসমাইল রোডের (বসুপাড়া কবর খানা) এলাকার কাজী আব্দুর রসিদের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত দেড়টার সময় গোয়েন্দা পুলিশের একটি দল গোপোন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন টুটপাড়া সাউথ সেন্ট্রাল রোডে সয়ৈদ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে কাজী জাহিদুর ইসলাম ওরফে ফয়সাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ৫শ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক কাজী জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তার নামে ৩টি মাদক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে মাদক ক্রয় বিক্রয় সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ