spot_img

বার্সার বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে ডি মারিয়াকে পাচ্ছে না পিএসজি

অবশ্যই পরুন

লিগ ওয়ানে রোববার প্যারিস সেন্ত জার্মেই ২-০ গোলে মার্সেইকে হারানোর পথে ঊরুর চোট পান আনহেল দি মারিয়া। মঙ্গলবার ফরাসি চ্যাম্পিয়ন দলের কোচ মাউরিসিও পচেত্তিনো জানালেন, বার্সেলোনার মাঠে তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাচ্ছে না তারা।

গত ডিসেম্বরে পচেত্তিনো ক্লাবে যোগ দেওয়ার পর থেকে পিএসজিতে নিয়মিত খেলছেন দি মারিয়া। ২৩ বছর বয়সী এই প্লেমেকার সব প্রতিযোগিতা মিলে ২৫ ম্যাচ খেলে করেছেন পাঁচটি গোল ও অ্যাসিস্ট ১২টি। সর্বশেষ ম্যাচে কিলিয়ান এমবাপেকে দিয়ে গোল করানোর পর পরই পায়ের পেশীর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। ওই দিন মাত্র ১১ মিনিট মাঠে ছিলেন।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে পচেত্তিনো নিশ্বিচত করলেন, ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পের ম্যাচে থাকবেন না দি মারিয়া। ওই খেলায় তার অভাববোধ হলেও দল নিয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ, ‘আনহেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের আছে একটা বড় দল, যেখানে আমাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়রা আছে।’

৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড আগামীকাল বুধবার কাঁর বিপক্ষে ফরাসি কাপ ও নিসের সঙ্গে শনিবারের লিগ ওয়ানের ম্যাচ খেলতে পারবেন না। বার্সেলোনা থেকে পিএসজি ফেরার পাঁচ দিন পর মোনাকোর বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যেতে পারে দি মারিয়াকে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ