ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। তবে স্বামীর মুখ দিয়ে বিষপানের চিহ্ন পাওয়া গেলেও স্ত্রী আসমা বেগমকে(৩৫) গলাকেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়নের কাজীবস্তী টাঙ্গন নদীর ধার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম
নিহত সাইদুল ইসলাম আকচা ইউনিয়নের কাজীপাড়া এলাকা বাসিন্দা ও আসমা বেগম তার দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানায়, সকালে দিকে নদীর ধারে সাইদুলের মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সাইদুলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এর একঘন্টার মাথায় প্রায় ১শ মিটার দূর থেকে নদীর অপর ধারে সাইদুলের স্ত্রী আসমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল জানান, গলাকাটা দেখে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে স্বামী ও স্ত্রীর লাশ পৃধক জায়গায় পাওয়ায় মৃত্যু রহস্য নিয়ে সন্দেহ রয়েছে।বিষয়টি তদন্ত চলছে।তদন্ত শেষে বলা যাবে দুটোই হত্যাকাণ্ড নাকি স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে।