চীনা ভ্যাকসিন উপহার পেল পাকিস্তান সেনাবাহিনী

অবশ্যই পরুন

চীন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য করোনা ভ্যাকসিন উপহার দিয়েছে। গতকাল সোমবার সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখার এক বিবৃতিতে একথা বলা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে, যার ফলে পাকিস্তানের সামরিক বাহিনী হল বেইজিংয়ের ভ্যাকসিন সহায়তাপ্রাপ্ত প্রথম বিদেশি সেনাবাহিনী।

বিবৃতিতে ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী পরীক্ষার সময় এ বিশাল অনুদানের জন্য পিএলএ এবং গণপ্রজাতন্ত্রী চীনকে গভীরভাবে কৃতজ্ঞতা জানায়।
এদিকে, পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রী আসাদ উমর এ ভ্যাকসিন অনুদান দেয়ার সামরিক নেতৃত্বের সিদ্ধান্তের প্রশংসা করে আরো বলেছেন, স্বাস্থ্যসেবা কর্মীদের প্রথম অগ্রাধিকার দেয়ার সরকারের সিদ্ধান্তের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ।

গত বুধবার পাকিস্তানের সমস্ত ফেডারেশন ইউনিটগুলোতে নোবেল করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়ার অভিযান একযোগে শুরু হয়েছে। চীন থেকে উপহার হিসাবে ৫ লাখ ডোজ টিকা ১ ফেব্রুয়ারি ইসলামাবাদে পৌঁছার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খান উদ্বোধন করেন এবং বুধবার এ টিকা অভিযান শুরু হয়।

পাকিস্তান এ পর্যন্ত তিনটি করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদন করেছে – চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্মা) এবং রাশিয়ার স্পুতনিক ভি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড।

সবার আগে দেশটির ফ্রন্টলাইনাররা এ টিকা পাচ্ছেন এবং গতকাল চীনা সহায়তায় সেনাবাহিনী কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ায় সশস্ত্র বাহিনীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সূত্র : ডন, ইন্টারন্যাশনাল দি নিউজ।

সর্বশেষ সংবাদ

ফজরের সুন্নত ছুটে গেলে যা করবেন

সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ