spot_img

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২

অবশ্যই পরুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের রক্তক্ষয়ী জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত এবং আরো ১৫৬ জন আহত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি আর ৬৬ জন শিয়া সম্প্রদায়ভুক্ত।

পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলায় প্রচুর শিয়া সম্প্রদায়ের লোক রয়েছে। জেলাটিতে উভয় সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার পুলিশ পাহারা মধ্যেও শিয়াদের দুটি পৃথক গাড়ি বহরে অতর্কিত হামলা চালানো হলে সর্বশেষ এ সহিংসতা শুরু হয়। এ ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি রোববার বলেছেন, ‘আজকে আমাদের অগ্রাধিকার হল উভয় পক্ষের মধ্যে এই বিরোধের মীমাংসা করে সহিংসা বন্ধ করা। এটা হলে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করতে করতে পারব।’

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ