spot_img

৫০০ গোলের মাইলফলকে ইব্রাহিমোভিচ

অবশ্যই পরুন

ক্লাব ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

এসি মিলানের এই সুইডিশ ফরোয়ার্ড রবিবার সিরি আ-তে ক্রোতোনের বিপক্ষে জোড়া গোল আদায় করেন। তাতে ৫০০ ছাড়িয়ে ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা এখন ৫০১।

ইব্রাহিমোভিচের মাইলফলকের ম্যাচে এসি মিলান ৪-০ ব্যবধানের হারায় প্রতিপক্ষকে।

৩৯ বছর বয়সী তারকা ৩০ মিনিটে গোল আদায়ের মাধ্যমে মাইলফলক স্পর্শ করেন। দ্বিতীয়ার্ধে আদায় করের নিজের দ্বিতীয় গোল। এ মৌসুমে লিগে ১১ ম্যাচে ১৪ গোল হলো ইব্রাহিমোভিচের।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ প্রথম গোলটি করেছিলেন ১৯৯৯ সালে, মালমোর হয়ে। সুইডিশ ক্লাবটির হয়ে করেছেন মোট ১৮ গোল।

এরপর আয়াক্সের হয়ে ৪৮, জভেন্তাসের হয়ে ২৬, ইন্তার মিলানে ৬৬, বার্সেলোনায় ২২, এসি মিলানে প্রথম দফায় ৫৬, পিএসজির হয়ে ১৫৬, ম্যানচেস্টার ইউনাইটেডে ২৯, এলএ গ্যালাক্সিতে ৫৩ ও এসি মিলানে নিজের দ্বিতীয় অধ্যায়ে এখন পর্যন্ত ২৭ গোল ইব্রাহিমোভিচের।

এদিনের জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এসি মিলান। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ইন্তার মিলান। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্তাস।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ