spot_img

উইকেটশূন্য মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ

অবশ্যই পরুন

চলছে চট্টগ্রাম টেস্টের শেষ ও ৫ম দিনের খেলা। ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন দারুণ কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্স-এনক্রুমা বোনারের প্রতিরোধে ব্যাকফুটে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুজনে চতুর্থ উইকেটের জুটি থেকে তুলেছেন ১৩৮ রান।

মায়ার্স নিজের অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন, এখন সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে আছেন। দুজনের আক্রমণে অসহায় দেখাচ্ছে মিরাজ-তাইজুলদের। মায়ার্স হাফ সেঞ্চুরির আগে জীবন পেয়েছিলেন শান্ত ক্যাচ মিস করায়। সেই ভুলের খেসারত দিচ্ছে বাংলাদেশ। এখনো ১৮৯ রান পিছিয়ে আছে উইন্ডিজ। বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, হাতে আছে আর দুই সেশন।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ:  ২২৩/৮, দ্বিতীয় ইনিংস-ওয়েস্ট ইন্ডিজ: ৭১ ওভারে ১৯৭/৩  ( বোনার ৪৩*, মায়ার্স ৯১* )   

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ