spot_img

জুয়াড়ি সন্দেহে চট্টগ্রাম স্টেডিয়াম এলাকা থেকে ৩ ভারতীয় আটক

অবশ্যই পরুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে জড়িত সন্দেহে শনিবার তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

নগরীর সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে তাদের আটক করে গোয়েন্দা সংস্থা এনএসআই।

তারা হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‘তিনজনকে আটক করে এনএসআই সদস্যরা থানায় নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জুয়াড়ি চক্র খেলা নিয়ে সক্রিয়। সেই নেটওয়ার্কের সদস্য আটক তিন ভারতীয় নাগরিক, এমনই ধারণা করছে এনএসআই।’

আটক হওয়া ভারতীয়দের কাছে কিছু ভিডিও পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের কাছে জুয়া সংক্রান্ত তেমন কিছু পাওয়া যায়নি। তবে মোবাইলে এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি। যদি তারা সত্যিকার অর্থেই জুয়াড়ি হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তারা বৈধভাবে বাংলাদেশে এসেছে কিনা, এটাও দেখা হবে।’

এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৩৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে।

শেষ দিনে এই ম্যাচটি জিততে সফরকারীদের প্রয়োজন ২৮৫ রান। অন্যদিকে সাত উইকেট নিলেই দুই ম্যাচের সিরিজে এগিয়ে যাবে টাইগাররা।

দিন শেষে অপরাজিত আছেন এনক্রুমা বোনার ও কাইল মায়ার্স। তাদের রান যথাক্রমে ১৫ ও ৩৭।

বাংলাদেশের পক্ষে মেহেদী ৫২ রানে তিন উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ (প্রথম ইনিংস) ৪৩০/১০ (মেহেদী ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯), জমেল ৪/১৩৩, কর্নওয়েল ২/১১৪।

ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস) ২৫৯/১০ (ব্রাথওয়েট ৭৬, ব্ল্যাকউড ৬৮, যশুয়া দা সিলভা ৪২ ), মেহেদী ৪/৫৮, মোস্তাফিজ ২/৪৬।

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) ২২৩/৮ (মুমিনুল ১১৫, লিটন ৬৯), ওয়ারিকান ৩/৫৭ কর্নওয়েল ৩/৮১, ।

ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস) ১১০/৩ (মায়ার্স ৩৭*, বোনার ১৫), মেহেদী ৩/৫২।

সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ