spot_img

অভ্যুত্থান প্রত্যাখ্যান করে সু চির দলের ৭০ এমপির শপথ

অবশ্যই পরুন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) ৭০ জন আইনপ্রণেতা শপথগ্রহণ করেছেন। বার্মিজ সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট বাতিলের তিন দিনের মাথায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অনানুষ্ঠানিকভাবে তারা এই শপথ নেন।

দেশটির সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, অনানুষ্ঠানিক এই শপথ অনুষ্ঠান রাজধানী নেপিদোর একটি সরকারি গেস্ট হাউসে আয়োজন করা হয়। স্বাভাবিক সময়ে পার্লামেন্ট অধিবেশনকালে এমপিরা এখানে অবস্থান করেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত অন্তত ৪০০ জন এমপি অবস্থান করছিলেন। যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন এনএলডির।

যদিও বুধবার ক্ষমতাগ্রহণকারী সেনাবাহিনীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এমপিদের। তবে ৭০ জন এমপি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংখ্যায় কম হওয়ায় সেনা কর্তৃপক্ষ শনিবার পর্যন্ত তাদের থাকার অনুমতি দিয়েছে।

এই সুযোগে বৃহস্পতিবার থেকে যাওয়া এমপিরা একত্রিত হয়ে অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে নিজেরাই শপথ নেন।

এনএলডির এমপি ডাউ ফাইয়ু ফাইয়ু বৃহস্পতিবারের এই আয়োজন পার্লামেন্ট অব্যাহত রাখা হিসেবে অভিহিত করেছেন। তার মধ্যে এমপিরা যেখানে উপস্থিত আছেন সেখানে স্থান কোনো বিষয় নয়।

তিনি বলেছিলেন, জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। যেসব এমপিরা বাড়িতে চলে গেছেন তারাও শিগগিরই শপথ নেবেন।

অভ্যুত্থানের বিরোধিতা করে বৃহস্পতিবার সন্ধ্যায় অনেকেই হাত তালি দিয়ে এই শপথ গ্রহণকে স্বাগত জানান।

নভেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগে সোমবার দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। এ সময় স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে গ্রেপ্তার করা হয়।

ধীরে ধীরে সামরিক জান্তার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। আগের মতো এবার শাসন করা সেনাবাহিনীর জন্য সহজ নাও হতে পারে।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ