spot_img

করোনার টেস্ট কিট উৎপাদন বাড়াতে এলুমের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

অবশ্যই পরুন

ঘরে বসেই কোভিড-১৯ পরীক্ষা করার টেস্ট কিট উৎপাদনকারী অস্ট্রেলীয় প্রতিষ্ঠান এলুমের (Ellume) সঙ্গে কাজ করছে মার্কিন প্রতিরক্ষা এবং স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রে টেস্ট কিটের যোগান বৃদ্ধি করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।

এ নিয়ে হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সিনিয়র উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট বলেন, এলুম তাদের উৎপাদন বৃদ্ধি করেছে এবং ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিমাসে এক লাখ টেস্ট কিট যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে। এটি আমাদের জন্য ভাল খবর তবে নিশ্চিতভাবেই এটি আমাদের লক্ষ্যপূরণ করবে না। এরইমধ্যে এলুম ইউএসএর সঙ্গে ২৩১.৮ মিলিয়ন ডলারের চুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। এরফলে কোম্পানিটি এ বছরের শেষ নাগাদ প্রতিমাসে ১৯ মিলিয়নের বেশি টেস্ট কিট উৎপাদন সক্ষমতা অর্জন করবে। এরমধ্যে ৮.৫ মিলিয়ন করে পাবে মার্কিন সরকার।

এই টেস্ট কিট মাত্র ১৫ মিনিটেই কোভিড-১৯ শনাক্ত করতে পারে। এটি শতকরা ৯৫ ভাগ সঠিকভাবে করোনা শনাক্ত করতে সক্ষম। এর দাম প্রায় ৩০ ডলার। তবে এটির উৎপাদন বৃদ্ধি পেলে এর দাম কমে আসবে। গত ডিসেম্বরে মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এলুমকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন প্রদান করে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ