spot_img

দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

অবশ্যই পরুন

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জনজীবনে বেড়েছে দুর্ভোগ।

মাঘের শুরু থেকেই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।

সরকারি-বেসরকারিভাবে জেলায় এ পর্যন্ত ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও তা এখনো অনেক শীতার্ত মানুষের কাছে তা পৌঁছায়নি।  এছাড়া জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী।

এদিকে গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। প্রচন্ড ঠান্ডায় ভোগান্তিতে রয়েছেন স্বল্প আয়ের মানুষ। বিপাকে পড়েছেন বোরো চাষীসহ মৌসুমী সবজী চাষীরা। সেইসাথে হাসপাতালগুলোতেও বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ