ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশিবার দেখা ফিচার ফিল্মের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে ওয়ার্নার ব্রাদার্স এর ‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’ ছবিটি। এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন গাল গ্যাদত। ভক্তদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী গাল গ্যাদত লিখেছেন, ‘অসাধারণ! ধন্যবাদ সবাইকে।’
ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ২.২৫ বিলিয়ন মিনিট দেখা হয়েছে ছবিটি। এতে ডিজনি প্লাস-এ মুক্তি পাওয়া পিক্সারের ‘সোল’ ছবির ১.৬৭ বিলিয়ন মিনিটের রেকর্ড ভেঙ্গেছে ‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’।
‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-তে ডায়নার চরিত্রে অভিনয় করেছেন গ্যাল গ্যাদত। এছাড়াও, স্টিভের চরিত্রে রয়েছেন ক্রিস পাইন, চিতা অবতারে ক্রিস্টেন উইগ ও ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় পেদ্রো পাসকেল। ইন্ডিয়ান এক্সপ্রেস