spot_img

এমপি পাপুলের সাজার ঘটনা দেশের জন্য দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

এমপি পাপুলের সাজার ঘটনা বাংলাদেশের জন্য দুঃখজনক, তবে এ ঘটনায় কুয়েতের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসাকে কেন্দ্র করে দু’দেশের দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসু হয়েছে বলেও জানান তিনি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

এ সময় তিনি পাপুল সম্পর্কে আরও বলেন,’তিনি আওয়ামী লীগের সাংসদ নন। তিনি তো স্বতন্ত্রপ্রার্থী ছিলেন। এটা খুব দুঃখ জনক। অবশ্যই এটা খুব লজ্জা জনক। ওনার আপিলের স্কোপ আছে। দেখা যাক কি হয়। রাষ্ট্রদূতের সঙ্গে আমার আলাপ হয়েছে। আমরা তাকে ফরমান ইন্সট্রাকশান দিয়েছি। আমরা যেন বাংলাদেশে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।’

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ