spot_img

মেসিকে বিক্রি না করা বার্সেলোনার বড় ভুল!

অবশ্যই পরুন

চলতি মৌসুমে এখনও পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেননি ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। অর্থাৎ নতুন মৌসুমের শুরুতে তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট খেলোয়াড় এবং বিনা ট্রান্সফার ফি’তেই যোগ দিতে পারবেন যে কোনো ক্লাবে। যা বার্সেলোনার জন্য আর্থিক দিক থেকে হবে ক্ষতির কারণ।

ক্লাবটির সাবেক তারকা ও কিংবদন্তি মিডফিল্ডার রিভালদোর মতে, বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে মেসিকে আগেই বিক্রি না করে ভুল করেছে বার্সেলোনা। কেননা ২০২০-২১ মৌসুমের শুরুতেও যদি মেসি অন্য কোনো ক্লাবে যেতেন, তাহলে তাকে দিতে হতো পুরো ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু ২০২১-২২ মৌসুমে ফ্রি’তেই চলে যেতে পারবেন মেসি।

বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে মেসির মতো দামি একজন খেলোয়াড় ফ্রি’তে চলে যাওয়া অনেক বড় ক্ষতি বলেই মনে করেন রিভালদো। মেসিকে এতদিন আটকে না রেখে ভালো দামে বিক্রি করে দিলেই ভালো হতে বলে মন্তব্য তার। যেমনটা রিয়াল মাদ্রিদ করেছে তাদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে।

বেটফেয়ারকে রিভালদো বলেন, ‘মহামারির আগেও আর্থিক দিক থেকে ভালো অবস্থায় ছিল না বার্সেলোনা। তবে গতবছর সবকিছু খুব বাজে অবস্থায় চলে গেছে। মেসির অনিবার্য দলত্যাগ ছাড়াও, আয়ের পথ খুঁজতে হয়তো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে বিক্রি করতে বাধ্য হবে বার্সেলোনা।’

মেসিকে বিক্রি না করা বার্সার ভুল সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘যেমনটা আমি আগেও বলেছি, মেসি যখন চুক্তির মধ্যে ছিল, তখন তাকে বিক্রি না করা বার্সেলোনার ভুল সিদ্ধান্ত ছিল। যেমনটা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায় করেছে রিয়াল মাদ্রিদ। তাকে (রোনালদো) বিক্রি করে ১০০ মিলিয়ন ইউরো পেয়েছে।’

এখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রি’তেই ক্লাব ছেড়ে যাবেন মেসি। যা বার্সার জন্য অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা হয়ে আসবে বলে মনে করেন রিভালদো, ‘এটা খুবই দুঃখের বিষয় যে, মেসির মতো প্রতিভাবান এবং দামি একজন খেলোয়াড় ফ্রিতেই চলে যাবে, যখন কি না ক্লাবটি অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে জর্জরিত রয়েছে।’

এসময় বার্সেলোনার অন্যান্য দলবদলের বিষয়ে তিনি বলেন, ‘সম্ভাব্য দলবদলের বিষয়ে কথা বললে, আমার মতে ফিলিপ কৌতিনহোর সময় ফুরিয়ে এসেছে। ইংল্যান্ডে তার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। বার্সেলোনা তাকে বিক্রি করার মাধ্যমে ভালো অঙ্কের আয় করতে পারবে। যা কি না তাদেরকে ওসুমানে দেম্বেলে, অ্যান্তনিও গ্রিজম্যানদের ক্লাবে রাখতে সাহায্য করবে।’

কৌতিনহোকে বিক্রি করে দেয়াই যথাযথ হবে জানিয়ে নিজের যুক্তি দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘স্পেনে কখনওই নিজের সেরাটা দিতে পারেনি কৌতিনহো। যেহেতু তার সেরা পারফরম্যান্স প্রিমিয়ার লিগে দেখা গেছে, তাই আমি নিশ্চিত ইংল্যান্ডের অনেক ক্লাব তার প্রতি আগ্রহ দেখাবে। যদিও তাকে যে অর্থে কেনা হয়েছিল, তত নাও পাওয়া যেতে পারে।’

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ