spot_img

পুরোনো ধারার ব্যাংকিং সেবা বিলীন হয়ে যাবে : পরিকল্পনামন্ত্রী

অবশ্যই পরুন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর ম্যুরাল আমাদের ইতিহাসের কথা বলে। এটি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হয়ে উঠবে।

মুজিববর্ষ উপলক্ষে শনিবার (৩০ জানুয়ারি) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উপজেলা পরিষদের রাজস্ব খাতের অর্থায়নে এটি বাস্তবায়ন করছে এলজিইডি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। পুরোনো ধারার ব্যাংকিং সেবা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। সবকিছু চলে যাবে কার্ডে, মেশিনে। চেক দিয়ে টাকা উত্তোলন আর থাকবে না। সবকিছু অনলাইনে চলে যাবে।

এম এ মান্নান বলেন, ব্যাংক নিয়ে অনেক অন্যায় হচ্ছে। টাকা নিয়ে ফেরত না দেয়া, টাকা মেরে দেয়ার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো পুরোপুরি সত্য নয়, আবার অসত্যও নয়। সরকার চেষ্টা করেছে ব্যাংকের অনিয়ম দমিয়ে রাখার। সরকার কারো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চায় না, প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে থাকে। ভয়ংকর কোনো অন্যায় ঘটনার খবর পেলে সরকার হস্তক্ষেপ করবে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে এটি ভালো সংবাদ।

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রসংঙ্গে মন্ত্রী বলেন, হাওরে বাঁধ দিয়ে ফসল রক্ষা একটি স্বাভাবিক বিষয়। বাঁধ নির্মাণের কাজের গতি সন্তোষজনক। ফাল্গুনের মধ্য ভাগে বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে।

তিনি আরো বলেন, দেশে এখন এমন কোনো খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। চারিদিকেই এখন উন্নয়নের জোয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, ভাইস-চেয়ারম্যান নূর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ