ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় আল-আমিন (৩৮) নামের এক বেকারির মালামালের ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ঘন কুয়াশায় কুমিল্লার দিক থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট চৌরাস্তার মোড়ে বেকারির সামগ্রী বহনকারী ভ্যান গাড়িকে চাপা দিয়ে ট্রাকটি সড়কে পাশে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যান গাড়ির চালক নিহত হয়। এসময় ট্রাকের ধাক্কায় মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ভ্যানগাড়ি চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।