spot_img

সাকিবকে নিয়ে ‘শঙ্কা নেই’

অবশ্যই পরুন

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজটা ভালোই যাচ্ছিল সাকিব আল হাসানের। নিজেকে ফিরে পাওয়া বাঁহাতি এই অলরাউন্ডার ব্যাটে-বলে দলের হয়ে অবদোন রেখে আসছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান পেয়ে মাঠ ছাড়েন তিনি। তখন থেকেই সাকিবকে নিয়ে শঙ্কা। অবশেষে সেই শঙ্কা কেটে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। তিনি জানিয়েছেন, সাকিবের চোট ততোটা গুরুতর নয়। কুঁচকির কোথাও ছিঁড়ে যায়নি এবং এখন তিনি ভালো অনুভব করছেন। আগামী দুই-তিন দিনের মধ্যেই অনুশীলনে ফিরবেন সাকিব।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে তার কুঁচকিতে স্ক্যান করা হয়। সন্ধ্যায় রিপোর্ট হাতে পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা।

মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘সাকিব পুরোপুরি ঠিক আছেন। স্ক্যান রিপোর্ট খুবই ভালো। পেশীর কোথাও ছেঁড়েনি। এখন তিনি বেশ ভালো অনুভব করছেন। আশা করছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন এবং দুই তিন দিনের মধ্যেই অনুশীলনে নামতে পারবেন।’

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাকিবের কুঁচকিতে টান লাগার পর জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো মাঠে ঢোকেন, বোঝার চেষ্টা করেন সাকিবের অবস্থা। এ সময় সাকিব ট্রেচিং করে নিজের অবস্থা বুঝতে চাইছিলেন। কিছুক্ষণ পর সাকিব জানান, খেলার অবস্থা নেই তিনি।

ইনিংসের ৩০তম ওভারটি করছিলেন সিরিজ সেরার পুরস্কার জেতা সাকিব। ব্যাটসম্যান ছিলেন রভম্যান পাওয়েল। নিজের বলে নিজেই  ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। ওভার শেষ না করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। বাকি থাকা বলটি করে দেন সৌম্য সরকার।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৬

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু...

এই বিভাগের অন্যান্য সংবাদ