চীনের উহানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল। করোনার উৎস অনুসন্ধান করতে এখন প্রস্তুত তারা।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৪ই জানুয়ারি বিশ্বস্বাস্থ্য সংস্থার ১৩ সদস্যের বিজ্ঞানি দলটি চীনের উহানে পৌঁছায়। দলটি উহানের বিভিন্ন গবেষণা কেন্দ্র, হাসপাতাল এবং সামুদ্রিক প্রাণীর বাজারের সাথে সম্পৃক্ত লোকজনের সাক্ষাৎকার নেবে এবং তাদের দেয়া তথ্য, উপাত্তের ওপর তাদের প্রতিবেদন দেবে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করায় ১১ ই মার্চ একে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।