spot_img

নুসরাত-যশের প্রেম তুঙ্গে, বিস্ফোরক মন্তব্য স্বামী নিখিলের!

অবশ্যই পরুন

দুই বছর আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। কিন্তু বিয়ের এক বছর পরই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেম কাহিনিতে। নিখিল-নুসরতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টলিগঞ্জের ওপেন সিক্রেট। সঙ্গে যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতাও নজর কাড়ছে সবার। খবর- হিন্দুস্তান টাইমস।

গত মাস থেকেই আলাদা থাকছেন নুসরাত-নিখিল। সম্পর্কের দূরত্ব অনেক বেশি। সম্প্রতি একাই হিমাচলে ঘুরতে গিয়েছিলেন নিখিল, সেখান থেকে দিল্লি হয়ে আপতত মুম্বইয়ে বোনের কাছে পৌঁছেছেন। প্রথমবার নুসরাতের সঙ্গে বিয়ে ভাঙা ও যশ-নুসরতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নিখিল।

এক সাক্ষাত্কারে নিখিল বলেছেন- নুসারত-যশ সম্পর্ক নিয়ে আমার পক্ষে কিছু মন্তব্য করাটা এখনই উচিত হবে না। বিয়ে একটা পবিত্র প্রতিষ্ঠান, কেউ এটাকে কলঙ্কিত করা বা সুযোগ নিয়ে তার সদ্বব্যবহার করা উচিত নয়। তা বাইরে থেকে হোক বা ভেতর থেকে।

নিখিল আরও বলেন, আমার ভাবনাচিন্তা এমনিতে খুব মুক্ত, কিন্তু যখন পরিবার কিংবা আমাদের ভারতীয় সংস্কৃতির প্রশ্ন আসে তখন আমি গোঁড়া। আমি শুধু ভালোবাসা নিয়েই বাঁচতে চেয়েছি। সময়ের প্রয়োজনে যেটা ঠিক সেটাই করার চেষ্টা করেছি। এটা আমার পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য।

হিমাচলে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিস্ফোরক পোস্ট করেছেন নিখিল। একটি পোস্ট নিখিল জানান, মানুষ কীভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে সেটা তাদের কর্মফল। তুমি পাল্টা কেমন আচরণ করবে সেটা তোমার কর্মফল। অপর একটি পোস্টে তিনি লেখেন- জীবনের প্রত্যেকটা মুহূর্ত আলাদা। চুম্বন, সূর্যাস্ত, নাচ, প্রতিশ্রুতি, আজীবন একটা মুহূর্তেই ধরা থাকে। একইভাবে পুনঃরাবৃত্তি ঘটে না।

নিখিলের এই ভাবনা দেখে অনেকেই মনে করছেন জীবনে এগিয়ে যেতে চাইছেন তিনি। তাও নিজের আত্মসম্মান বজায় রেখে। এই পোস্টগুলো সম্পর্কে নিখিল বলছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আমি কিছু বোঝাতে চাইছি না। শুধু নিজের মনের শান্তিটুকু খুঁজে নিতে চাইছি। আমি কর্মফলে বিশ্বাসী। মনে করি তুমি যেমনটা করবে, তোমার সঙ্গেও তেমনটাই ঘটবে। তুমি ভালোবাসলে, পরিবর্তে ভালোবাসা পাবে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ