spot_img

টেস্ট থেকে বাদ পড়া ম্যাথু ওয়েড টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক

অবশ্যই পরুন

ঘরের মাঠে গেল ভারত সিরিজে টেস্টে ব্যর্থ হয়েছিলেন ম্যাথু ওয়েড। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহ অধিনায়ক হিসেবে থাকছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ মাঠে গড়ানোর কথা আগামী মার্চে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার কথাবার্তা চূড়ান্ত হলেই ঠিক করা হবে সিরিজের দিনক্ষণ। তবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

প্রায় একই সময়ে হতে যাওয়া দুই দেশে দুই সিরিজের জন্য ভিন্ন ভিন্ন দুইটি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাকা হয়েছে তিন অনভিষিক্ত খেলোয়াড়কে। তারা হলেন তরুণ লেগস্পিনার তানভির সাঙঘা, জশ ফিলিপ এবং রিলে মেরেডিথ।

ওয়েডের বদলে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অ্যালেক্স ক্যারে। এছাড়া মিডলঅর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেডের ওপরেও ভরসা রেখেছেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড :

টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিনস (সহ অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকেট, মিচেল সুইপসন ও ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড :

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন মেকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, তানভির সাঙঘা, ডি’আরকি শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ