spot_img

বড় জয় দিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যান সিটি

অবশ্যই পরুন

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে গোলবন্যায় ভাসিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে ওয়েস্ট ব্রমউইচের মাঠে ইলকাই গিনদোয়ানের জোড়া গোলে ৫-০ ব্যবধানে জিতেছে সিটি।

আগের ছয় রাউন্ডে জয়ী সিটি ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো। তবে ফিল ফোডেনের শট পোস্টে বাধা পায়। খানিক পরেই অবশ্য গোল পেয়ে যায় তারা। প্রথম ৩০ মিনিটে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি।

দারুণ ছন্দে থাকা গিনদোয়ান ষষ্ঠ মিনিটে গোল উৎসবের শুরু করেন। জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো উঁচু শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।

২০তম মিনিটে বের্নার্দো সিলভার কাটব্যাক বক্সের মুখে ধরে অনেকটা একইরকম শটে ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

৩০তম মিনিটে বক্সের মধ্যে থেকে ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন গিনদোয়ান। এই নিয়ে প্রিমিয়ার লিগে নিজের শেষ আট ম্যাচে সাত গোল করলেন তিনি।

বিরতির ঠিক আগে ব্যবধান আরো বাড়িয়ে জয়টাই যেন নিশ্চিত করে ফেলেন রিয়াদ মাহরেজ। ৫৭তম মিনিটে ওয়েস্ট ব্রমউইচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাহিম স্টার্লিং।

১৯ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৪১। দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪০। তিন নম্বরে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৮।

এক ম্যাচ বেশি খেলা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৩৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ