করোনাভাইরাস প্রতিরোধে কড়া ব্যবস্থা নিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পিছিয়ে দিলো আইসিসি। চলতি বছরের ১০ই জুন শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুসারে ৮ দিন পর হবে ম্যাচটি। আইসিসির তরফ থেকে জানানো হয়, আগামী ১৮ই জুন থেকে চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। ২২শে জুন পর্যন্ত চলবে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। রিজার্ভ দিন হিসেবে ২৩শে জুনকে ধরা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি অনুসারে ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। তাই ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে দেয়ার কথা জানায় আইসিসি। ইংল্যান্ডের লর্ডসে চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনালের লড়াইয়ে নামবে।
এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ এবং নয়টি দল অংশ নিয়েছে। ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।
৪৩০ পয়েন্ট ও ৭১.৭ শতাংশ পয়েন্টের হার নিয়ে চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে রয়েছে ভারত। তালিকার দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৪২০ ও পয়েন্টের শতকরা হার ৭০। ৩৩২ পয়েন্ট ও ৬৯.২ শতাংশ পয়েন্টের শতকরা হার নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডে ৪১২ পয়েন্ট পেলেও তাদের পয়েন্টের শতকরা হার ৬৮.৭ শতাংশ। শূন্য পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে বাংলাদেশের অবস্থান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে অষ্টম স্থানে চলে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে।
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। টেস্ট দু’টি অনুষ্ঠিত হবে ৩ ও ১১ই ফেব্রুয়ারি।