spot_img

বাংলাদেশকে দ্রুত সময়ে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ ভারত: ভারতীয় হাইকমিশনার

অবশ্যই পরুন

বাংলাদেশকে দ্রুত সময়ে ভ্যাকসিন দিতে ভারত অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারত দ্রুত সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে ভারত শুধু একা ইমিউনিটি বাড়াতে চায় না, প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চাই আমরা। আর সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। আমাদের বন্ধুপ্রতীম দেশ হলো বাংলাদেশ। তাই বাংলাদেশ দ্রুত সময়ে ভ্যাকসিন পাবে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ