spot_img

কুঁচকির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পেয়েছেন সাকিব আল হাসান। নিজের করা বলে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। তবে সাকিবের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বোলিং করার সময় চোট পান সাকিব। নিজের করা বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। পরে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

বোলিংয়ে প্রথম চার ওভার ভালোভাবেই শেষ করেছেন। পঞ্চম ওভারে এসে কুচকির টানের কারণে ওভার শেষ করতে পারেননি। এক বল বাকি রেখেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন সাকিব। তার ওভারের শেষ বলটি করেন সৌম্য সরকার।

ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। তবে সাকিবের ইনজুরির বিষয়ে বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

বল হাতে কেমন করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। কারণ আর চার উইকেট পেলেই মাশরাফীকে টপকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২৭০ উইকেট শিকার করে ফেলবেন সাকিব। তবে ধারণা করা হচ্ছে এই ম্যাচে আর নামা হবে না সাকিবের।

এর আগে ব্যাট হাতে ৫১ রান করেছেন সাকিব। আর বল হাতে ৪.৫ ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ