spot_img

করোনা রোগীতে পরিপূর্ণ লেবাননের হাসপাতাল

অবশ্যই পরুন

লেবাননে মহামারি করোনাভাইরাস সংক্রমণ ও প্রাণহানি নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় দেশটির হাসপাতালগুলোর বারান্দাও রোগীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সরা। খবর দ্য স্টারের

খবরে বলা হয়েছে, হাসপাতালে এক রোগীর মৃত্যুর অপেক্ষা করছেন আরও তিন-চার রোগী। একজনের মৃত্যু হলে তারা ওই সিটে যাবেন।

মৃতদেহে ভরে গেছে রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের করিডোর। করোনায় মৃত্যু দেশটিতে ফের বেড়ে গিয়েছে।

শুক্রবার হাসপাতালে করোনায় এক নারীর মৃত্যু হলে কর্মীরা চূড়ান্ত ক্লান্ত ও হতাশ হয়ে পড়েন। ওই নারীর বয়স ছিল ৩০ বছর। তার শেষ নিঃশ্বাসের পর হাসপাতালের নার্সরা হতাশ হয়ে পড়েন। নার্সরা যখন মৃত ওই নারীর অক্সিজেন মাস্ক আর টিউব সরিয়ে ফেলছিলেন তখন তারা বিধ্বস্ত ছিলেন। এরপর তাকে বাদামী কম্বল দিয়ে ঢেকে দেন।

শুক্রবার করোনায় মারা যাওয়া ৫৭ জনের মধ্যে একজন ওই নারী। ৬ মিলিয়ন মানুষের দেশটিতে এরই মধ্যে ২ হাজার ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দেশটি আধুনিক ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পড়েছে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ