জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদ সদস্যরা আগে টিকা নিলে সাধারণ মানুষের মধ্যেকার বিভ্রান্তি দূর হবে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা বঙ্গবন্ধুর কথা বলি, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ পালন করি না। যেখানেই যাই দুনীতি। যতো দোষ রাজনীতিবিদদের দেওয়া হয়। কিন্তু এ দুনীতির অবস্থা যদি দেখি, তাহলে দেখবো আমলারা সবার উপরে। পি কে হালদার টাকা মেরে দিলো, হলমার্ক শতশত কোটি টাকা পাচার করেছে।
করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গে তিনি বলেন, করোনা টিকা নিয়ে যে বিভ্রান্তি আছে প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সব সংসদ সদস্যরা টিকা নিলে সাধারণ মানুষের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকবে না।