spot_img

‘কোভিড সিরাপ’ প্রচারকারী শ্রীলংকান মন্ত্রী কোভিডে আক্রান্ত

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্রা ওয়ানিয়ারাচ্চি এবার করোনানাভাইরাসে আক্রান্ত হলেন। তিনি করোনাভাইরাস প্রতিরোধ করতে সক্ষম এমন দাবি তুলে একটি ভেষজ সিরাপের প্রচার সমর্থন করে আসছিলেন।

পবিত্রা শুক্রবারে কোভিড ‘পজিটিভ’ সনাক্ত হন বলে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেক্রেটারি, বার্তা সংস্থা বিবিসিকে নিশ্চিত করেছে।

মন্ত্রী কোভিড প্রতিরোধকারী যে সিরাপের সমর্থন করেন, তা এক ওঝার তৈরী! সে ওঝার দাবি , এটি ভাইরাসের বিরুদ্ধে আজীবন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

মহামারী শুরুর পর শ্রীলংকাতে এ পর্যন্ত ৫৬,০৭৬ টি করোনাভাইরাস কেস সনাক্ত এবং ২৭৬ টি মৃত্যু ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে সংক্রমনের মাত্রা বেড়েছে।

এ নিয়ে শ্রীলঙ্কায় চারজন মন্ত্রী কোভিড আক্রান্ত হলেন।

এই স্বাস্থ্যমন্ত্রী জনসম্মুখেই সে সিরাপ গ্রহণ করেছিলেন। এর ‘আবিষ্কারক’ ওঝার দাবি, তিনি এই সিরাপটির জন্য স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন।

দেশটির ডাক্তারগণ এই সিরাপ এবং এর ব্যবহার থেকে মানুষকে বিরত থাকার জন্য অনুরোধ করে আসলেও  বার্তা সংস্থা এ এফ পি জানায়, ইতিমধ্যে হাজার হাজার মানুষ এই সিরাপ গ্রহণ করতে গ্রামের পথে যাত্রা করেছে।

ওয়ানিয়ারাচ্চি দুটি কোভিড সনাক্তের পরীক্ষা করান; দু’বারই ফলাফল পজিটিভ আসে।

মন্ত্রীকে পৃথক থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং সম্প্রতি তার সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে থাকার জন্য বলা হয়েছে।

শ্রীলঙ্কা অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন করার কয়েক ঘন্টা পরেই স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্তের খবর এল। ভ্যাকসিনের প্রথম চালান আগামী সপ্তাহের ভেতরেই দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে।

শ্রীলঙ্কাই একমাত্র দেশ নয় যেখানে ক্ষমতার শীর্ষে থাকা লোকজন বৈজ্ঞানিক প্রমাণহীন কোভিডের নিরাময় প্রচার করেছে।

গত বছর আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনাও এমন এক ভেষজ ওষুধের কথা বলেন, যা করোনা প্রতিরোধ ও করোনামুক্তিতে কাজ করতে সক্ষম। রাজধানীর দরিদ্র জনগোষ্ঠীর কাছে তার সে টনিক বিতরণ করার ছবিও রয়েছে।

মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত অনেক দেশের শীর্ষ নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্যই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলেই গত বছর বিভিন্ন সময়ে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ