spot_img

বোমা হামলার কঠোর জবাব দেয়া হবে : ইরাকের প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী বাগদাদে বৃহস্পতিবার যে ঘৃণ্য বোমা হামলা হয়েছে তার কঠোর এবং দাঁতভাঙা জবাব দেয়া হবে।

গতকালের এই জোড়া বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। মুস্তাফা আল-কাজেমি বলেন, যারা ইরাকের নিরপরাধ জনগণের রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জবাব হবে অত্যন্ত কঠোর এবং তাদের জন্য বিপর্যয় বয়ে আনবে।

গতকাল বৃহস্পতিবারের বোমা হামলার পর হতাহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেয়া হয়েছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাইয়ারান স্কয়ারের ওই জোড়া বোমা হামলায় অন্তত ১১০ জন আহত হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ টুইটার বার্তায় হামলার দায়িত্ব স্বীকার করেছে। ২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় তাদের হত্যাযজ্ঞ শুরু করে। তাদের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। পরে ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ-আশ-শাবি ইরাকে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালায় এবং সন্ত্রাসী মুক্ত হয় ইরাক।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ