spot_img

স্বপ্নবাজ ছেলের জীবনের গল্প ‘আয়না’

অবশ্যই পরুন

আয়না সহজ সরল মনের ২২-২৩ বছরের একটি ছেলে। আয়নার স্বপ্ন বড় অভিনেতা হওয়ার। প্রতিদিন সময় বের করে সে এফডিসিতে যায় নায়ক-নায়িকাদের দেখতে। অনেক বড় নায়ক হওয়ার স্বপ্ন তার। আয়না এই শহরের ৮-১০টা সাদামাটা বস্তির ছেলেদের মতো ছোট একটি বাসায় মা-বাবার সঙ্গেই থাকেন। বাবার এক পা অকেজো আর মা সংসারটা কোনমতে আগলে রেখেছে। তাদের সংসারের একমাত্র অবলম্বন ছোট্ট একটি চায়ের দোকান। যা বাবা ও ছেলে দুজন মিলে চালায়।

এমনই এক স্বপ্নবাজ তরুণের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আয়না’। এটি নির্মাণ করছেন মানসুর আলম নির্ঝর। এতে আয়না নামের স্বপ্নবাজ ছেলের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান।

আয়না’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, চিত্রলেখা গুহ, নরেশ ভূঁইয়া, আরফান অনিক, শোয়েন মুনির, সাগর হুদা, আনোয়ারসহ অনেকে।

নির্মাতা নির্ঝর বলেন, ‘নিজের সেরাটুকু দিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। চেষ্টা করেছি দর্শকদের নতুন কিছু দেখাতে। খুবই ইমোশনাল একটা গল্প। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি এটি প্রচার হবে আরটিভিতে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ