spot_img

কোভিড ভ্যাকসিনের খারাপ ফল মাত্র ০.১৮ শতাংশ, উপেক্ষা করার মতোই : ভারত সরকার

অবশ্যই পরুন

ভারতে চারদিনে ভ্যাকসিন নিয়েছেন ৪ লক্ষ ৫৪ হাজার জন। এর মধ্যে সামান্য অসুস্থ হওয়ার শতাংশের হার ০.১৮। ভ্যাকসিন নেয়ার পর মৃত্যুর হার ০.০০২ শতাংশ। এটিও ধর্তব্যের মধ্যে নয়।

মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য তুলে ধরে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রক জানায়, কোভিড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। এই সম্পর্কিত গুজবে কান না দিতেও জনসাধারণকে অনুরোধ জানায় স্বাস্থ্যমন্ত্রক। তারা জানায় দেশ বিদেশের সংবাদ মাধ্যমে ভারতীয় ভ্যাকসিন সম্পর্কে যে রটনা হচ্ছে তার কোনও ভিত্তি নেই।

মঙ্গলবার ভ্যাকসিন প্রদানের চতুর্থ দিনের শেষে স্বাস্থ্যমন্ত্রক গোটা ভারত থেকে তথ্য সংগ্রহ করে তা পেশ করে সাংবাদিক বৈঠকে।

এদিকে দেশে করোনার হার কমছে। বাড়ছে সুস্থতার হার। এটি আশাব্যাঞ্জক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক মুখপাত্র।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ