spot_img

মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২

অবশ্যই পরুন

গোপালগঞ্জ সদর উপজেলার তালা বালু ঘাটে মধুমতি নদীতে বালু বোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকরা হলেন-বিল্লাল সুকানী ও মো. রিপন। তাদের বাড়ি ভোলা জেলায়।

শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত ভোর রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে কাজ ‍করছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবুরি দল। ট্রলারে ৩ জন শ্রমিক ছিল, এদের মধ্যে একজন ট্রলার শ্রমিক বের হতে পারলেও বাকী দুই জনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতে জোয়ারের সময় বালু ভর্তি ট্রলার এনে তালা বালু ঘাটে নোঙ্গর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকে। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের অংশ(কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পরলেও ২ জন নিখোঁজ হয়।

খবর পেয়ে আজ সকাল ৯ টা থেকে ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ