spot_img

তীব্র ঠাণ্ডায় লেক পরিণত হলো বরফে (ভিডিও)

অবশ্যই পরুন

সর্বশেষ ১৯৯১ সালে কাশ্মীরের শ্রীনগরে তাপমাত্রা নেমেছিল মাইনাস ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।  কিন্তু বুধবার (১৩ জানুয়ারি) রাতে সেই অঞ্চলের তাপমাত্রা নেমে যায় মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এমন তীব্র ঠাণ্ডায় উপত্যকাটির ঐতিহ্যবাহী ডাল লেক পরিণত হয় বরফে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ডাল লেকে বরফ জমে যাওয়ায় সেখানকার মানুষ নদীর মাঝখানে ক্রিকেট খেলছে।

দেশটির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের বার্ষিক তীর্থ যাত্রা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ব্যবহার হওয়া পাহালগামে এ দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ১১ দশমিক ১ ডিগ্রি। তার আগের রাতে তা ছিলো মাইনাস ১১ দশমিক ৭ ডিগ্রি। পর্যটন কেন্দ্র গুলমার্গে আগের দিন রাতে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস হলেও বুধবার রাতে সেখানে তাপমাত্রা ছিলো মাইনাস ২ ডিগ্রি।

উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর কোকারনাগে রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে সেখানে পানি সরবরাহ লাইন বরফে পরিণত হওয়ায় বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। উপত্যকার বিভিন্ন সড়কে জমে যাচ্ছে বরফের স্তর। ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকেরা।

ভিডিও দেখুন:

 

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ