spot_img

তীব্র ঠাণ্ডায় লেক পরিণত হলো বরফে (ভিডিও)

অবশ্যই পরুন

সর্বশেষ ১৯৯১ সালে কাশ্মীরের শ্রীনগরে তাপমাত্রা নেমেছিল মাইনাস ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।  কিন্তু বুধবার (১৩ জানুয়ারি) রাতে সেই অঞ্চলের তাপমাত্রা নেমে যায় মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এমন তীব্র ঠাণ্ডায় উপত্যকাটির ঐতিহ্যবাহী ডাল লেক পরিণত হয় বরফে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ডাল লেকে বরফ জমে যাওয়ায় সেখানকার মানুষ নদীর মাঝখানে ক্রিকেট খেলছে।

দেশটির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের বার্ষিক তীর্থ যাত্রা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ব্যবহার হওয়া পাহালগামে এ দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ১১ দশমিক ১ ডিগ্রি। তার আগের রাতে তা ছিলো মাইনাস ১১ দশমিক ৭ ডিগ্রি। পর্যটন কেন্দ্র গুলমার্গে আগের দিন রাতে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস হলেও বুধবার রাতে সেখানে তাপমাত্রা ছিলো মাইনাস ২ ডিগ্রি।

উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর কোকারনাগে রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে সেখানে পানি সরবরাহ লাইন বরফে পরিণত হওয়ায় বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ। উপত্যকার বিভিন্ন সড়কে জমে যাচ্ছে বরফের স্তর। ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকেরা।

ভিডিও দেখুন:

 

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ