পাঞ্জাবে সিনেমার শুটিং করতে গিয়ে কৃষক বিক্ষোভের মুখে পড়লেন জাহ্নবী কাপুর। শুটিংয়ের খবর পেয়েই সেটে গিয়ে উপস্থিত হন বিক্ষোভকারী কৃষকেরা। তাই বেশ কিছুক্ষণ ক্যামেরা বন্ধ রাখতে হয়। তবে সেখানে অপ্রীতিকর কিছু ঘটেনি। কৃষকেরা নায়িকার কাছে নিজেদের একটি দাবি তুলে ধরেন।
আনন্দ এল রাইয় প্রযোজিত ‘গুড লাক জেরি’ ছবির শুটিং করতে পাঞ্জাব যান শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে। ছবির পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্ত।
ভারতীয় গণমাধ্যম জানায়, শুটিং চলাকালে সেটে এসে উপস্থিত হন বিক্ষোভকারীরা। স্থানীয় থানার অফিসার বলবিন্দর সিং জানান, শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকেরা।
তাদের অভিযোগ, বলিউড অভিনেতাদের তেমন কেউ ভারতজুড়ে চলা নয়া কৃষি আইন বিরোধী প্রতিবাদ নিয়ে মন্তব্য করেননি। এরপরই বিক্ষোভকারীরা দাবি করেন, কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অভিনেত্রী যেন প্রকাশ্যে বিবৃতি দেন।
পরিচালক তাদের আশ্বাস দেন, জাহ্নবী অবশ্যই কৃষক বিক্ষোভ নিয়ে নিজের মতামত জানাবেন। সেই আশ্বাস পেয়েই বিক্ষোভকারীরা সেট ছেড়ে চলে যান।
এই ঘটনা ঘটেছে ১১ জানুয়ারি। এরপরই জাহ্নবী কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “কৃষকেরা আমাদের দেশের কেন্দ্রবিন্দু। দেশের মানুষের মুখে অন্ন তুলে দিতে তাদের ভূমিকা অনস্বীকার্য এবং আমি তাদের সম্মান করি। আশা করি, খুব শিগগিরই কোনো একটা সিদ্ধান্ত হবে আর তাতে কৃষকেরা উপকৃত হবেন।”
বলিউড তারকাদের মধ্যে হেমা মালিনী ও কঙ্গনা রনৌত কৃষকদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন। তবে তারা শাসক দল বিজেপির পক্ষ নিয়ে সমালোচিত হয়েছেন।
এ দিকে ভারতীয় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় কৃষি আইন কার্যকরে স্থগিতাদেশ জারি করেছে। মামলার পরবর্তী রায় দেওয়ার আগে পর্যন্ত এই আইন বাস্তবায়ন করতে কেন্দ্রকে বারণ করা হয়েছে। পাশাপাশি নয়া কৃষি আইন পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করেছে আদালত।