ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহনূর। এক সময় চলচ্চিত্রে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটা অনিয়মিত। চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তাকে দেখা যায়। অনেক সময়ই তিনি অসচ্ছল মানুষের পাশে দাড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার শীতার্তদের পাশে শাহনূর।
গতকাল নড়াইলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কম্বল উপহার দেন তিনি। এছাড়াও হতদরিদ্র শীতার্তদের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলীর মেয়ে চিত্রনায়িকা শাহনূর।
ঢাকা ও নড়াইলের পর খুলনায় শীতবস্ত্র বিতরণ করেছেন এ চিত্রনায়িকা। এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘আমি এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি খুলনা জেলার ফুলতলার দক্ষিণ ডিহিতে আছি। এখানে আমার নানা বাড়ি। এখানকার শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।’
শাহনূর অভিনীত যৌথ প্রযোজনার ‘অপহরণ’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নন্দিত নির্মাতা বাবু রায়। এছাড়া শাহনূর অভিনীত ‘লীলা মন্থন’, ‘হবারতো হবেই প্রেম’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।